এরপরে কবে মাঠে নামবেন, জানেন না শান্ত
বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শিরোপা জয়ের আনন্দে আপাতত ভাসলেও ভবিষ্যতের দিকে তাকালে ভর করছে ঘোর অনিশ্চয়তা। প্রতিযোগিতামূলক ম্যাচে এরপর কবে মাঠে নামবেন, তা জানা নেই খোদ দেশের টেস্ট অধিনায়কের।
বাংলাদেশের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই স্থবিরতা বিরাজ করছে। বিপিএল মোটামুটি ঠিকঠাক শেষ হলেও ক্লাব ক্রিকেট প্রায় অচল। প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ সংকটে পড়ার পর প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। এর মধ্যে বিশ্বকাপে না যাওয়ার সরকারি সিদ্ধান্তে ক্রিকেটারদের মনোজগতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক ও দেশের টেস্ট দলপতি শান্ত ক্রিকেটের এই অনিশ্চয়তা নিয়ে নিজের উদ্বেগের কথা জানান, 'একজন খেলোয়াড় হিসেবে ভবিষ্যৎ নিয়ে অবশ্যই কিছুটা উদ্বেগ কাজ করছে, কারণ আমরা অনিশ্চয়তার মুখোমুখি। শুধু আমি নই, সবাই এই পরিস্থিতির মধ্যে আছে। যারা দায়িত্বে আছেন—ক্রিকেট বোর্ড এবং অন্যান্যদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন [ঘরোয়া ক্লাব ক্রিকেট নিয়ে] একটি সমঝোতায় আসেন যাতে ক্রিকেট সুন্দরভাবে চলতে পারে। আমরা যদি বিশ্বকাপে না যাই, তবে আমার অনুরোধ থাকবে ঢাকা লিগ যেন আরও আকর্ষণীয় ও গোছানোভাবে আয়োজন করা হয়, যাতে খেলোয়াড়দের দীর্ঘ সময় বসে থাকতে না হয়।'
সংবাদ সম্মেলনের একেবারে শেষ দিকে যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার পরবর্তী ম্যাচ কবে, তিনি এক-দুই সেকেন্ড ভেবে বিভ্রান্ত ভঙ্গিতে উত্তর দিলেন, 'না, আমি জানি না।'
ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ ভেন্যু বদলের আবেদন করেছিল। তবে আইসিসি তাতে রাজি হয়নি; বরং বোর্ড সভায় বাংলাদেশের দাবির বিপক্ষে ভোট দেয় প্রায় সব সদস্য দেশ। এরপরও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে সরকার। এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে ক্রিকেটারদের সঙ্গে সভা করে নিজেদের অবস্থান পরিষ্কার করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে সেই সভায় আসলে কী আলোচনা হয়েছে, তা প্রকাশ করতে রাজি হননি শান্ত।