সিলেটের সকালটা আজ অন্যরকম

www.ajkerpatrika.com দক্ষিণ সুরমা প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৪২

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসেছেন হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরাণের (রহ.) পূণ্যভূমি সিলেটে। বিএনপির নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতারও শুরু এই সফরের মধ্য দিয়েই।


নির্বাচনী প্রচারের বাইরেও ২২ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনার সঙ্গে জড়িয়ে আছে আবেগও। সব মিলিয়ে বিএনপি চেয়ারম্যানের আগমনে সিলেটের আজকের সকালটা হয়ে ওঠেছে অন্যরকম।


স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের ভাষ্য—তারেক রহমানের কাছে সিলেট কেবল একটি সাংগঠনিক অঞ্চল নয়। এর সঙ্গে নানা কারণে অনেক আবেগ জড়িয়ে। প্রথমত বিএনপি প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে সিলেট থেকেই প্রচারাভিযান শুরু করেছিলেন জিয়াউর রহমান। ১৯৯১ সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেটে থেকে প্রচারাভিযান শুরু করেছেন খালেদা জিয়াও। এরই ধারাবাহিকতায় সেই সিলেট থেকেই নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে এসেছেন তারেক রহমান। অন্যদিকে সিলেট তাঁর শ্বশুরবাড়িও। দলের নেতার বাইরেও সিলেটের মানুষের কাছে তাঁর জন্য অন্য এক আবেগ কাজ করে।


তারেক রহমানের আগমন ও নির্বাচনী প্রচারাভিযানের প্রারম্ভে শহরের চৌহাট্টায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার আয়োজন করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শুরু হতে যাওয়া এই সভাই হতে যাচ্ছে বিএনপির প্রথম নির্বাচনী সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে আগে থেকেই মঞ্চ তৈরিসহ আনুষঙ্গিক সব প্রস্তুতি সেরে রাখা হয়েছে। নানা প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমাগমে সকালের সমাবেশ যেন শুরু হয়ে যায় আগের রাত থেকেই। সময় যত গড়াচ্ছে জনসমাগমও ততই বাড়ছে। বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, ভোরের আলো ফুটতে না ফুটতেই জনসমুদ্রে পরিণত হতে চলেছে সভাস্থল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও