পটুয়াখালী-৪ আসনে জামায়াত জোটের প্রার্থীর আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগ

প্রথম আলো প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন জহির উদ্দিন আহমেদ। সম্প্রতি তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তন ও অতীতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে।


পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর জহির উদ্দিন আহমেদ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। পরে তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০–দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। তাঁর দলীয় প্রতীক ‘দেয়ালঘড়ি’।


এর আগে এ আসনে জামায়াত-সমর্থিত জোটের প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমানের নাম আলোচনায় ছিল। তিনি চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হঠাৎ করে জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে বের হয়ে যায়। এতে জোটের প্রার্থী হিসেবে সামনে আসে জহির উদ্দিন আহমেদের নাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও