শঙ্কা, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাসে মূল পর্বে ভোটের যাত্রা
নির্বাচনের ডামাডোল শুরুর পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ আর নির্বাচন কমিশনের আশ্বাসের মধ্যে এখন ভোটের মূল পর্ব- প্রচার শুরুর অপেক্ষা।
আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার থেকে ভোটারদের কাছে যেতে প্রস্তুত ১ হাজার ৯৭২ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দুই বড় নির্বাচনি জোটের প্রার্থী যেমন রয়েছেন, তেমনি নিবন্ধিত রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি আছেন বিদ্রোহী ও স্বতন্ত্ররাও।
যাচাই-বাছাইয়ের লম্বা প্রক্রিয়া শেষে বুধবার প্রতীক বরাদ্দ পেয়েছেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে প্রচারে নামার প্রস্তুতিও সেরেছেন। নির্বাচনি সমাবেশে দুই দল শুরু করবে আনুষ্ঠানিক প্রচার।
তবে তবে এর আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা ছিলেন ভোটের মাঠে। এলাকায় এলাকায় নানা উসিলায় ভোটারদের কাছে যাওয়া আসা করেছেন তারা। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে রাজনৈতিক দলগুলো।
অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সবার জন্য সমান সুযোগও চাচ্ছেন তাদের সবাই।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের সপ্তাহ তিনেক আগে এমন পরিস্থিতিতে দেশজুড়ে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটিকে আরও উন্নতির সুযোগ থাকার কথা তুলে ধরে বিশ্লেষকরা বলছেন, সরকার ও নির্বাচন কমিশনের এ বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।