এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল ইরান

প্রথম আলো ইরান প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৯

ইরানে চলমান অস্থিরতা ও সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর প্রথম বিক্ষোভকারী হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরফান সোলতানির দণ্ড কার্যকর স্থগিত করেছে দেশটি। বিষয়টি তাঁর পরিবারকেও জানানো হয়েছে।


মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ২৬ বছর বয়সী পোশাক দোকানের কর্মচারী এরফানকে গত বৃহস্পতিবার তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কারাজে বিক্ষোভ প্রদর্শনের পর গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল।


গ্রেপ্তার হওয়ার পর থেকে এরফানের পরিবার তাঁর অবস্থা সম্পর্কে খুব কমই জানতে পেরেছিল। শুধু মৃত্যুদণ্ডের আগে শেষবিদায় হিসেবে সংক্ষিপ্ত একটি সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল।


তবে গতকাল মৃত্যুদণ্ড কার্যকরের নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর কারাগার কর্তৃপক্ষ এরফানের পরিবারকে ফোন করে জানায় যে এটি স্থগিত করা হয়েছে; যদিও এর কোনো বিস্তারিত কারণ জানানো হয়নি।


মৃত্যুদণ্ড স্থগিত করার খবর আসার আগে এরফানের বিদেশে অবস্থানরত এক নিকটাত্মীয় সোমায়েহ (৪৫) বলেন, ‘গতকাল আমি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি এবং শুধু এটুকুই জানি যে তারা কারাগারে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করছিল। আমি দুই দিন ধরে ঘুমাতে পারিনি।’


সোমায়েহ ও পরিবারের অন্য সদস্যরা চরম উদ্বেগের মধ্যে রাত কাটিয়েছেন। তাঁরা জানেন, ইরানে সাধারণত ভোরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। সোমায়েহ কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি এরফানের কথা ভাবা বন্ধ করতে পারছি না। এ অনিশ্চয়তা আমাকে মেরে ফেলছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও