চুল কখন ধোয়া ভালো?
কেউ গোসল করেন সকালে, কেউবা সারা দিনের কাজের শেষে বাসায় ফিরে গোসল করেন। কারও জন্য আবার দুপুরের সময়টায় গোসল করা সুবিধাজনক। তবে কেউ কেউ মনে করেন, সকালে চুল ধোয়া ঠিক না। আবার রাতে ভেজা চুল নিয়ে অস্বস্তিতেও পড়েন কেউ কেউ। চুল কখন ভেজানো হচ্ছে, কত সময় ধরে ধোয়া হচ্ছে—এসব বিষয় কি আদতে চুলের সুস্থতার জন্য জরুরি? এ প্রসঙ্গে বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচির সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।
সকালে চুল ধুলে
সারা রাতে মাথার ত্বকে যে স্বাভাবিক তেলের নিঃসরণ হয়েছে, সকালে চুল ধোয়া হলে সেই তেল ধুয়ে যায়। তাতে কোনো ক্ষতি নেই। সকালে মাথার ত্বক পরিষ্কার করে নিলে সারা দিন আপনি সতেজ থাকবেন। চুলে চিটচিটে ভাব হবে না। তবে ভেজা চুলে রোদে যাবেন না। তাতে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বের হওয়ার আগে অবশ্যই চুল শুকিয়ে নিন।
রাতে চুল ধুলে
সারা দিনে চুলে বা মাথার ত্বকে যে ধুলা জমা হয়, রাতে চুল ধোয়া হলে তা পরিষ্কার হয়ে যায়। মাথার ত্বক ঘামলে সেটাও পরিষ্কার হয়ে যায়। কুসুম গরম পানিতে গোসল করলে রাতের ঘুমটাও ভালো হবে। তবে খেয়াল রাখতে হবে, ভেজা চুল নিয়ে শুয়ে পড়লে ঠান্ডা লেগে যেতে পারে। তাই ঘুমানোর আগে পর্যাপ্ত সময় হাতে নিয়ে গোসল করুন।