বিয়ের আগে কীভাবে ত্বক উজ্জ্বল করবেন, জেনে নিন
বিয়ের আগে অনেকেই শেভ করে থাকেন। বাড়িতে নিজেই ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে ফেলুন আফটার শেভ লোশন।বাড়িতে তৈরি আফটার শেভ লোশন সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এটি ত্বকের কোনো ক্ষতি করে না। বরং প্রাকৃতিক উপাদান তৈরি হওয়ায় সংবেদনশীল ত্বকেও এটি নিরাপদ।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বাড়িতে আফটার শেভ লোশন বানাবেন—
ফিটকিরি, অ্যালোভেরা ও গোলাপজল
একটি ছোট পাত্রে দুই চা চামচ অ্যালোভেরা জেল ও দুই চা চামচ গোলাপজল মিশিয়ে তাতে এক চিমটি ফিটকিরি দিন। এরপর ভালোভাবে মিশিয়ে শেভ করার পর হালকা হাতে ত্বকে লাগিয়ে নিন। এই লোশন ত্বককে ময়েশ্চারাইজ করে এবং লালচে ভাব কমিয়ে দেয়।
অ্যালোভেরা আপনার ত্বককে ঠান্ডা রাখে এবং জ্বালা কমাতে সাহায্য করে। আর গোলাপজল ত্বককে সতেজ রাখে, ফিটকিরি অ্যান্টিসেপটিকের কাজ ভালো করে এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণের কারণে ত্বকের কাটাছেঁড়া সারিয়ে উজ্জ্বল করে।
শসা ও অ্যালোভেরা
আপনি শেভ করার পর ত্বক অনেক সময় লালচে বা খসখসে হয়ে যায়। শসা ত্বককে ঠান্ডা রাখার পাশাপাশি ট্যানিং কমাতেও সাহায্য করে। প্রথমে শসা কুচিয়ে তার রস বের করে ফেলুন। এরপর তাতে ১-২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এ মিশ্রণটি শেভ করার পর মুখে লাগিয়ে ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম ও সতেজ রাখবে। এটি নিয়মিত ব্যবহার করলে শেভ করার পর ত্বক থাকে কোমল, শান্ত ও প্রাকৃতিকভাবে হাইড্রেটেড।
ফিটকিরির ব্যবহার
আফটার শেভ করার পর কাটা, জ্বালা কিংবা সংক্রমণ থেকে রক্ষা পেতে প্রাচীনকাল থেকেই ফিটকিরি ব্যবহার হয়ে আসছে। এতে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় ত্বককে পরিষ্কার, সতেজ এবং স্বাভাবিকভাবে সুস্থ রাখে। ফিটকিরি ব্যবহার করতে চাইলে পানি দিয়ে তা ভিজিয়ে নিন এবং শেভ করার পর হালকাভাবে ত্বকে ঘষে নিন। এই প্রক্রিয়ায় ত্বকের ক্ষুদ্র কাটা বা জ্বালা দ্রুত কমে। তবে মনে রাখবেন, ফিটকিরি বেশি সময় ধরে ঘষা উচিত নয়। কারণ ত্বক সংবেদনশীল হয়ে যেতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- ঘরে তৈরি করে নিন
- আফটারশেভ