আগাম নোটিশ ছাড়াই আপিল বিভাগের এজলাসে সাংবাদিক প্রবেশে বাধা

ডেইলি স্টার সুপ্রিম কোর্ট, ঢাকা প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১৪:৫৬

আগাম কোনো নোটিশ ছাড়াই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।


গতকাল বুধবার থেকে আদালত চলাকালীন আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাসে আইনজীবী ছাড়া সাংবাদিকসহ অন্যান্যদের প্রবেশে বাধা দিচ্ছেন সুপ্রিম কোর্টের কর্মচারীরা।


এ বিষয়ে যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. মুহাম্মদ হুসাইন দ্য ডেইলি স্টারকে জানান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


তিনি বলেন, 'বিষয়টি নিয়ে শিগগিরই একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করা হবে।'


নোটিশ জারি হলে নিষেধাজ্ঞার কারণ স্পষ্ট হবে বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও