প্রথমবার শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার দুই দশক পর প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং হল সংসদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ৯টার পর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বেলা ৩টা পর্যন্ত চলবে।
সাড়ে ১৬ হাজার শিক্ষার্থীর ভোটে এ নির্বাচনের মাধ্যমে এক বছরের জন্য ২৩ সদস্যের কেন্দ্রীয় সংসদ গঠিত হবে। ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের চারটি প্যানেলে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
কলেজ থেকে ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর প্রথমবার জকসুর এই নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ভোটগ্রহণ শেষে ছয়টি ওএমআর মেশিনে ভোট গণণা সরাসরি সম্প্রচার করা হবে।
এই নির্বাচন হওয়ার কথা ছিল ৩০ ডিসেম্বর। কিন্তু সেদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভোট এক সপ্তাহ পিছিয়ে যায়।