যেসব বদভ্যাস থাকলে ধনী হওয়া কঠিন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:১৪
অর্থনৈতিক উন্নতি না হওয়ার পেছনে প্রায়শই কাজ করে কিছু বদভ্যাস। এগুলো চিহ্নিত করে পরিবর্তন করলে জীবনে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ফকির আকতারুল আলম তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এমন কয়েকটি বদভ্যাসের কথা তুলে ধরেছেন।
নিজের মধ্যে কতগুলো আছে, মিলিয়ে দেখুন।
প্রধান বদভ্যাসগুলো হল-
কাজ আজই করা সম্ভব হলেও ‘কাল করব’ বলে ফেলে রাখা।
অল্প বেতনের চাকরিতে বছরের পর বছর সন্তুষ্ট থাকা, উন্নতির জন্য আন্তরিক চেষ্টা না করা।
অন্যরা নিয়ে কী ভাবছে, তাতে অতিরিক্ত মনোযোগ দেওয়া।
নিজের অবস্থার জন্য অন্যকে দোষারোপ করা।
ধনী হওয়ার চেয়ে ‘বড়লোকি’ দেখানোয় বেশি আগ্রহী হওয়া।