কাওরানবাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিডি নিউজ ২৪ কারওয়ান বাজার প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১৩:৩০

রাজধানীর কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।


রোববার ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তাতে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ব্যবসায়ীদের সরিয়ে দেয়।


ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সাউণ্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।"


এ পরিস্থিতিতে কিছু সময়ের জন্য কারওয়ান বাজার মোড় হয়ে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। আন্দোনকারীরা বসুন্ধরা শপিংমলের সামনে অবস্থান নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও