'খালেদা জিয়া বললেন, ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, ওরাও তাই খাবে'
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার মৃত্যুর দিনই তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের ভোকালিস্ট হামিন আহমেদ। গেল কদিন তার ফেইসবুকে ঘুরে ফিরে প্রয়াত এই রাজনীতিকের কথা এসেছে। এবার হামিন বলেছেন খালেদা জিয়াকে নিয়ে একটি বিশেষ ঘটনার কথা।
ফেইসবুকে পোস্টের শুরুতে হামিন লিখেছেন, ‘এর আগে কখনো বলা হয়নি, আজ শেয়ার করছি।’
হামিন তার লেখায় বলেছেন ১৯৯৩–৯৪ সালের কথা। ব্যান্ড মাইলসকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসভবনে সংগীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়।
সেই সময়ের ঘটনাটি শেয়ার করে হামিন লিখেছেন, “তখন মাইলসের সদস্য ছিলাম আমি, শাফিন, মানাম এবং সম্ভবত মাহবুব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন, এটা জানার পর আমরা রোমাঞ্চিত, কৌতূহলী এবং কিছুটা নার্ভাসও ছিলাম। সেখানে তারেক রহমান এবং তার বন্ধুরাও উপস্থিত ছিলেন। আমরা শফিক ভাইকে সঙ্গে নিয়ে বাসভবনে যাই। সেদিনই প্রথমবার খালেদা জিয়াকে সামনাসামনি দেখার সুযোগ হয় আমার। তিনি ছিলেন অভিজাত, ব্যক্তিত্বপূর্ণ ও মার্জিত।
“তবু আমাদের সঙ্গে এমন আন্তরিকতা ও সৌজন্যতা নিয়ে কথা বললেন, আমরা সবাই সত্যিই অভিভূত হয়ে পড়েছিলাম। তারেক রহমান ও তার বন্ধুরাও আমাদের খুব স্বাভাবিকভাবে সেখানে গ্রহণ করেন।”
মূল অনুষ্ঠান শুরুর আগে দুপুরে নিয়মানুযায়ী সাউন্ডচেক করেন মাইলস সদস্যরা। ওই কাজ করতে করতে দুপুরের খাবারের সময় হয়ে যায়। সেই সময়ে ঘটে আরও একটি ঘটনা।
হামিন লিখেছেন, “আমরা বেলা ২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত সাউন্ড চেক করি—যা মাইলসের জন্য খুবই স্বাভাবিক ঘটনা। তখন দুপুরের খাবারের সময়। স্বাভাবিকভাবেই জিয়া পরিবারের বন্ধু ও আত্মীয়রা আমাদের কাছাকাছি কোথাও দুপুরের খাবারের জন্য নিয়ে যেতে চাইছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বেগম খালেদা জিয়া বললেন, ‘না, ওরা এই বাড়িতেই খাবে। আমরা যা খাই, ওরাও তাই খাবে।”
সেদিন মাইলস সদস্যদের অবাক করে তৎকালীন প্রধানমন্ত্রীর আতিথেয়তা।