হঠাৎ দেখা গেল অলরাউন্ডার সাকিবকে

প্রথম আলো প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:১৯

রান করা অনেকটাই ভুলেই গিয়েছিলেন সাকিব আল হাসান। শারজায় আইএল টি-টোয়েন্টিতে কালকের আগে খেলা ৯টি ম্যাচের মধ্যে (টি-টোয়েন্টি, টি–টেন মিলিয়ে) ৫টিতে ব্যাটিংয়ের সুযোগই পাননি সাকিব। এ সময়ে তাঁর সর্বোচ্চ ইনিংস ছিল ২৯ রানের, সেটি এসেছিল কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে গত অক্টোবরে।


কাল অবশেষে ব্যাটসম্যান সাকিবকে দেখা গেল। আইএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই এমিরেটসের হয়ে ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন সাকিব।


৩৮ রানের ইনিংস খেলার আগে বোলিংয়ে ৪ ওভারে ২০ রান দেন সাকিব। বোলিংয়ে ইনিংস ওপেন করেন, পাওয়ারপ্লেতে করেছেন দুই ওভার। উইকেট না পেলেও দারুণ বোলিং করেন।


ব্যাটে–বলে পারফর্ম করে মুম্বাইয়ের ৭ উইকেটের জয়ে হয়েছেন ম্যাচসেরাও। এবারের আসরে সাকিব নিয়মিত ৪ ওভার বোলিংও করতে পারেননি। কাল নিজের সপ্তম ম্যাচে তৃতীয়বারের মতো পুরো বোলিং কোটা শেষ করতে পেরেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও