সুইজারল্যান্ডের পানশালায় অগ্নিকাণ্ড: শ্যাম্পেনের বোতলে মোমবাতি জ্বালানোতেই বিপত্তি?
সুইজারল্যান্ডের পানশালয় নতুন বছর বরণের পার্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি হয়েছে অন্তত ৪০ জনের। আহত হয়েছে ১১৯ জন মানুষ। কী ভাবে লেগেছিল এই আগুন?
প্রাথমিক তদন্তে যে তথ্য বেরিয়ে এসেছে তাতে বলা হচ্ছে, শ্যাম্পেনের বোতলের মুখে লাগানো ফোয়ারা মোমবাতি জ্বালানো এবং তা সিলিংয়ের খুব কাছে থাকার কারণেই হয়ত আগুন ধরে গিয়েছিল।
সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা রিসর্টের ‘লা কনস্টেলেশন’নামের ওই পানশালায় বর্ষবরণের উদ্যাপনে নানা বয়সের প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন।
মধ্যরাতে যখন নতুন বছরকে বরণ করে নিতে শ্যাম্পেনের ফোয়ারা ছুটছে, ঠিক তখনই ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা। আনন্দের পার্টি নিমেষেই বদলে যায় মৃত্যুপুরীতে।
আগুন এত দ্রুত ছড়ায় যে, অনেকেই পানশালা থেকে বেরিয়ে আসতে পারেননি। ফলে ঝলসে মৃত্যু হয় তাদের।
ঘটনার প্রাথমিক তদন্তের পর স্থানীয় কৌসুলি বিয়াট্রিস পিলোদ বলেন, পানশালাতে আগুনের সূত্রপাত হয় স্ফুলিঙ্গ মোমবাতি সিলিংয়ের খুব কাছে চলে যাওয়ার পর।