শীতে ময়েশ্চারাইজার ব্যবহারের সঠিক নিয়ম
সুস্থ, কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য ময়েশ্চারাইজারের গুরুত্ব একেবারেই অপূরণীয়। তবে শুধু ময়েশ্চারাইজার ব্যবহার করলেই যথেষ্ট নয়। কারণ কীভাবে, কখন এবং কতটা ব্যবহার করা হচ্ছে সেটাই আসল বিষয়।
ময়েশ্চারাইজার ব্যবহারের একটি সঠিক পদ্ধতি রয়েছে। আবহাওয়া, জীবনযাপন ও ত্বকের ধরন মাথায় রেখে ময়েশ্চারাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।
ময়েশ্চারাইজার যে কারণে ত্বকের জন্য জরুরি
ত্বক চর্চার মূল ভিত্তিক ধরা হয় তিনটি বিষয়কে। একটি হল ত্বক পরিষ্কার রাখা, এরপর ময়েশ্চারাইজার ব্যবহার এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা।
এর বাইরে আরও যত্ন থাকলেও এই তিন ধাপই ত্বককে সুস্থ রাখার ভিত্তি তৈরি করে।
বিন্দিয়া এক্সক্লুসিভের প্রধান শারমিন কচি বলেন, “ময়েশ্চারাইজার ত্বকে আর্দ্রতা জোগায়, ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ স্তরকে শক্তিশালী করে এবং ত্বককে নরম ও মসৃণ রাখে।”
ত্বকের সুরক্ষাবলয় ও দীর্ঘমেয়াদি উপকারিতা
এই রূপ-বিশারদের মতে, “ত্বকের একেবারে বাইরের স্তরই হল ‘সুরক্ষাবলয়’, যা শরীরকে চারপাশের পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করে এবং ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখে। এই স্তর দুর্বল হলে প্রদাহজনিত সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার ত্বকের এই প্রাকৃতিক গঠনকে মজবুত করে এবং ত্বকের কার্যকারিতা বাড়ায়। ফলে একজিমা বা অতিরিক্ত সংবেদনশীলতার ঝুঁকিও কমে।”
- ট্যাগ:
- লাইফ
- শীতে ত্বকের যত্ন
- ময়েশ্চারাইজার