যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রম আলাদা করার (স্পিন-অফ) চুক্তিতে সই করেছে টিকটক। কর্মীদের কাছে পাঠানো এক স্মারকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শো চিউ। চুক্তিটি এখনো পুরোপুরি চূড়ান্ত না হলেও, এই উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের দীর্ঘমেয়াদি কার্যক্রম চালিয়ে যাওয়ার পথ অনেকটাই সুগম হলো।
স্মারকে শো চিউ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন যৌথ উদ্যোগ গঠনের লক্ষ্যে বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি। এর ফলে ১৭ কোটির বেশি মার্কিন ব্যবহারকারী টিকটকের মাধ্যমে সৃজনশীলতা ও সম্ভাবনার একটি বৈশ্বিক কমিউনিটির অংশ হিসেবে যুক্ত থাকতে পারবেন।’ প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সিএনএনের হাতে পাওয়া ওই স্মারকের সত্যতা নিশ্চিত করেছেন।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম পরিচালিত হবে একটি নতুন যৌথ প্রতিষ্ঠানের মাধ্যমে। এই প্রতিষ্ঠানের ৫০ শতাংশ মালিকানা থাকবে মূলত মার্কিন বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়ামের হাতে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত বিনিয়োগ সংস্থা এমজিএক্স।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অনিশ্চয়তা দূর
- টিকটক