মিরপুরে ৭ মাসে ১৬২০ মামলা, বেড়েছে মাদক-চুরি-নারী নির্যাতন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে বিভিন্ন অপরাধের ঘটনায় এক হাজার ৬২০টি মামলা হয়েছে। এসব মামলায় মোট তিন হাজার ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


সাত মাসে সবচেয়ে বেশি ৫৫০টি মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। ১৫৫টি চুরি, ১০৯টি নারী ও ৫২টি শিশু নির্যাতনের মামলা হয়েছে। জখমের ঘটনায় ৮৬টি, হত্যায় ৫৩টি, ধর্ষণে ৪৭টি, দস্যুতায় ৩১টি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় ২৩টি এবং অন্যান্য অভিযোগে ৫১৪টি মামলা হয়েছে।


মিরপুর বিভাগে সাতটি থানা


ডিএমপির মিরপুর বিভাগে সাতটি থানা আছে। এগুলো হলো মিরপুর মডেল থানা, পল্লবী থানা, কাফরুল থানা, শাহ আলী থানা, দারুস সালাম থানা, রূপনগর থানা ও ভাষানটেক থানা।


সাত মাসে যত মামলা ও গ্রেফতার


জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসের পরিসংখ্যানে দেখা গেছে, ডিএমপির মিরপুর বিভাগে মোট এক হাজার ৬২০টি মামলা হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে ২৩১টি, ফেব্রুয়ারিতে ২০৯টি, মার্চে ২৪২টি, এপ্রিলে ২৪০টি, মে মাসে ২৪০টি, জুনে ২১৭টি ও জুলাইয়ে ২৪১টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট তিন হাজার ৩২ জনকে। এর মধ্যে জানুয়ারি মাসে ৪৩০ জন, ফেব্রুয়ারিতে ৪৩৩ জন, মার্চে ৫২৫ জন, এপ্রিলে ৪৯৫ জন, মে মাসে ৪২৬ জন, জুন মাসে ৩৩৮ জন ও জুলাই মাসে ৩৮৫ জন গ্রেফতার হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও