দেশপ্রেম হোক দেশগড়ার শক্তি

যুগান্তর মো. মোর্শেদ হাসান খান প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:০১

পৌষের মিষ্টি সকাল। কুয়াশার চাদর সরিয়ে পূর্বদিগন্তে উঁকি দিয়েছে ঝলমলে সূর্য। প্রকৃতির এমন আড়ষ্টতা জড়ানো দিনেই যেন জেগে উঠছে পুরো বাংলাদেশ। রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষের অপেক্ষার অবসান হচ্ছে। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র-সবখানে সাজসাজ রব।


দীর্ঘ দেড় যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজ ভূমিতে পা রাখছেন এ বাংলার ভূমিপুত্র; যার বীরোচিত প্রত্যাবর্তনের অপেক্ষায় একটি জাতি দীর্ঘদিন ধরে ছিল অপেক্ষমাণ। আজ তাকে বরণ করে নিতে লোকে লোকারণ্য রাজপথ। আর পুষ্পমাল্যের চেয়েও দামি চোখের পানি। জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দাশ্রুতে মায়ের কোলে ফিরে এলেন একজন সন্তান, একজন বাবা এবং একজন প্রিয় অভিভাবক। তিনি আর কেউ নন-এ ৫৬ হাজার বর্গমাইলের অতন্দ্র প্রহরী, একজন সেবক, একজন নিখাদ দেশপ্রেমিক রাজনৈতিক জননেতা তারেক রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও