সপ্তাহের মাঝামাঝি এসে হঠাৎ মানসিক চাপ বাড়তে পারে কাদের

প্রথম আলো প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:২২

এ সপ্তাহের রাশিফল (২০ ডিসেম্বর—২৬ ডিসেম্বর ২০২৫)
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল)    

মেষ রাশি


এ সপ্তাহে আপনার ভেতরে একধরনের দার্শনিক ও বিস্তৃত চিন্তার প্রবাহ কাজ করবে। আগের মতো ছোট গণ্ডির মধ্যে নিজেকে আটকে রাখতে মন চাইবে না। জীবনের অর্থ, ভবিষ্যৎ দিকনির্দেশ, শিক্ষা, বিশ্বাস বা দূরের কোনো সুযোগ নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করবেন। নতুন কিছু শেখা বা পুরোনো বিশ্বাস ভেঙে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সময় এটি।


সপ্তাহের মাঝামাঝি এসে হঠাৎ মানসিক চাপ বাড়তে পারে। অর্থনৈতিক নিরাপত্তা, ঋণ, যৌথ সম্পদ বা কারও ওপর নির্ভরশীলতা নিয়ে অস্বস্তি তৈরি হতে পারে। অবচেতন ভয় বা পুরোনো আঘাত মাথাচাড়া দিতে পারে, যার ফলে আচরণে তাড়াহুড়ো বা সন্দেহ ঢুকে পড়বে।


সপ্তাহের শেষ দিকে সম্পর্ক খুব সংবেদনশীল হয়ে উঠবে। সঙ্গী, সহকর্মী বা কাছের মানুষদের সঙ্গে ভারসাম্য বজায় রাখা জরুরি। নিজের মতামত জোর করে চাপালে দূরত্ব তৈরি হতে পারে। এই সময় সবচেয়ে বড় শিক্ষা হলো—শোনা এবং বোঝা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও