শীতে জলপাইয়ের তেল ত্বকে ব্যবহার কি নিরাপদ?
ঘরে থাকা রান্নাঘরের উপকরণ দিয়েই ত্বকের যত্ন নেওয়া- এই ভাবনা অনেকের কাছেই পরিচিত। বিশেষ করে যারা ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানে ভরসা করেন।
অলিভ তেল বা জলপাইয়ের তেল বহু আগে থেকেই সৌন্দর্যচর্চার জনপ্রিয় নাম। ইতিহাসেও এই উপাদান ব্যবহারের তথ্য মিলবে।
বলা হয়, প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মিশরের রানী ক্লিওপেট্রার নামের সঙ্গেও অলিভ তেলের ব্যবহার জড়িয়ে আছে।
রূপবিশেষজ্ঞরা বলছেন, অলিভ অয়েল ত্বকের জন্য উপকারী হতে পারে। তবে তা নির্ভর করে ত্বকের ধরন, ব্যবহারপদ্ধতি ও সময়ের ওপর।
ত্বকে অলিভ অয়েলের সম্ভাব্য উপকারিতা
জলপাইয়ের তেল যে কারণে খাবারের জন্য উপকারী, সেই একই গুণাগুণ ত্বকের ক্ষেত্রেও কিছুটা কাজে আসতে পারে।
এতে রয়েছে উপকারী চর্বি ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বক আর্দ্র রাখতে সহায়তা করে।
রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, “শীতকালে ত্বকের স্বাভাবিক সুরক্ষা স্তর দুর্বল হয়ে পড়ে। ঠাণ্ডা আবহাওয়া ও অনেকে ঘরের ভেতর গরম হিটার ব্যবহার করেন যার ফলে ত্বক থেকে দ্রুত পানি শুকিয়ে যায় এবং ত্বক ফেটে যেতে পারে।”
ক্ষত সেরে ওঠায় সহায়ক
জলাপাইয়ের তেলে থাকা প্রদাহনাশক উপাদান ক্ষত সেরে ওঠার প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে।
এই রূপবিশেষর মতে, “অলিভ অয়েলের কিছু উপাদান ত্বকের ভেতরে কোলাজেন তৈরিতে সহায়তা করে, যা ক্ষত দ্রুত বন্ধ করতে পারে। ত্বকে হালকা আঁচড় বা শুষ্কতার কারণে ফাটল দেখা দিলে, সঠিকভাবে ব্যবহার করলে অলিভ অয়েল সেই জায়গায় আরাম দিতে পারে।”
তবে এই উপকারিতা সব ধরনের ক্ষতের জন্য প্রযোজ্য নয়। গভীর ক্ষত, সংক্রমণ বা জটিল ত্বকের সমস্যায় নিজে নিজে জলপাইয়ের তেল ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।
বার্ধক্যের ছাপ কমাতে কতটা কার্যকর?
জলাপাইয়ের তেলে থাকা ভিটামিন ও স্বাস্থ্যকর চর্বি ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করতে পারে।
নিয়মিত আর্দ্রতা পেলে ত্বক কিছুটা মসৃণ দেখায় এবং সূক্ষ্ম রেখা কম চোখে পড়ে। তবে এটি কোনো জাদুকরী সমাধান নয়।
বয়সজনিত পরিবর্তন পুরোপুরি ঠেকানো যায় না। বরং সঠিক জীবনযাপন ও সূর্য থেকে সুরক্ষা নেওয়াই বেশি কার্যকর।
আর খাবারের তালিকায় এই তেল যেমন স্বাস্থ্যকর বলে পরিচিত, তেমনি অনেকেই কাছে ত্বকের যত্নে অন্যতম উপাদান হিসেবে পরিচিত।
মনে রাখতে হবে গায়ে মাখা ও রান্নার অলিভ অয়েলের মধ্যে পার্থক্য আছে।
তবে ত্বকে ব্যবহার যোগ্য জলপাইয়ের তেল ব্যবহার করা কি সবার জন্য নিরাপদ, নাকি এতে লুকিয়ে আছে কিছু ঝুঁকি?
- ট্যাগ:
- লাইফ
- অলিভ অয়েল
- শীতে ত্বকের যত্ন