বন্ডাই সৈকতে হামলা: বন্দুক ‘বাইব্যাক’ কর্মসূচি ঘোষণা করল অস্ট্রেলিয়া
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩
বন্ডাই সৈকতে হামলার পর বন্দুক বাইব্যাক বা পুনঃক্রয় কর্মসূচি ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার।
বিবিসি লিখেছে, ১৯৯৬ সালে পোর্ট আর্থার গণহত্যার পর এটিই এ ধরনের সবচেয়ে বড় কর্মসূচি। তিন দশক আগের ওই ঘটনায় ৩৫ জন নিহত হয়েছিলেন, যার পর অস্ট্রেলিয়া ‘বিশ্বসেরা’ বন্দুক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে।
রোববার দেশটির সবচেয়ে দৃষ্টিনন্দন সমুদ্রসৈকতে একটি ইহুদি উৎসবে দুই বন্দুকধারী গুলি চালালে ১৫ জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হন। পুলিশ মনে করছে, হামলাকারীরা ‘ইসলামিক স্টেট মতাদর্শে’ অনুপ্রাণিত।
পুলিশ শুক্রবার বলেছে, ‘চরমপন্থি ইসলামি মতাদর্শের’ অভিযোগে সিডনিতে আটক একদল পুরুষকে আটক রাখার আর কোনো কারণ নেই।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হামলা