You have reached your daily news limit

Please log in to continue


ওয়াই-ফাই হ্যাকারের থেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

বর্তমান সময়ে বাড়ির ইন্টারনেট কেবল ব্রাউজিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, অফিসের কাজ থেকে শুরু করে স্মার্ট টিভি, সিসিটিভি ও স্মার্ট হোম গ্যাজেট সবকিছুর কেন্দ্রবিন্দু এখন হোম ওয়াই-ফাই নেটওয়ার্ক। ফলে এই নেটওয়ার্ক সুরক্ষিত না হলে ব্যক্তিগত তথ্য ও আর্থিক লেনদেন বড় ঝুঁকির মুখে পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, রাউটারের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস ঠিক করলেই হ্যাকিংয়ের আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব। একই সঙ্গে বাইরে ফ্রি বা পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময়ও বাড়তি সতর্কতা জরুরি। চলুন জেনে নেওয়া যাক হোম ওয়াইফাই নিরাপদ রাখতে কী করবেন, আর কী করবেন না-

১. ডিফল্ট এসএসআইডি বদলান

বেশির ভাগ রাউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিফল্ট এসএসআইডি বা নেটওয়ার্ক নামের মধ্যেই তাদের ব্র্যান্ডের নাম রেখে দেয়। এতে বাইরে থেকে নেটওয়ার্ক স্ক্যান করলেই বোঝা যায় কোন ধরনের রাউটার ব্যবহার করা হচ্ছে, যা হ্যাকারদের জন্য টার্গেট নির্বাচন সহজ করে দেয়। করণীয়-এসএসআইডি এমনভাবে পরিবর্তন করুন, যাতে কোনও ব্যক্তিগত তথ্য বা রাউটার ব্র্যান্ডের নাম না থাকে।

২. শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন

ডিফল্ট বা সহজ পাসওয়ার্ড ব্যবহার করা সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি। অনেকেই এখনও জন্মতারিখ বা সাধারণ শব্দ দিয়ে পাসওয়ার্ড সেট করেন, যা সহজেই অনুমান করা যায়। করণীয়-পাসওয়ার্ড অন্তত ২০ অক্ষরের রাখুন। সংখ্যার সঙ্গে বড়-ছোট হাতের অক্ষর ও বিশেষ চিহ্ন ব্যবহার করুন। যত জটিল পাসওয়ার্ড হবে, হ্যাকারদের কাজ তত কঠিন হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন