গ্রেড–২ ফ্যাটি লিভার কি ভালো হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

যুগান্তর প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:১৬

লিভার মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা ডিটক্সিফিকেশন, মেটাবলিজম, হজম, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং পুষ্টি সংরক্ষণসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থূলতা ও ডায়াবেটিসের হার বৃদ্ধির কারণে ফ্যাটি লিভার রোগ আশঙ্কাজনকভাবে বেড়েছে।


ফ্যাটি লিভার সাধারণত তিনটি গ্রেডে ভাগ করা হয়। যেখানে গ্রেড–১ এ হালকা চর্বি জমা দেখা যায়, সেখানে গ্রেড–২ নির্দেশ করে মাঝারি মাত্রার চর্বি জমা—যা সময়মতো নিয়ন্ত্রণে না আনলে গুরুতর লিভার ক্ষতির দিকে অগ্রসর হতে পারে। পরবর্তী ধাপে তা ফাইব্রোসিস বা সিরোসিস পর্যন্ত গড়াতে পারে।


গ্রেড–২ ফ্যাটি লিভার


গ্রেড–২ ফ্যাটি লিভার মানে লিভারের উল্লেখযোগ্য অংশে চর্বি জমে গেছে। এ অবস্থাটি সাধারণত স্থূলতা, দীর্ঘদিনের ডায়াবেটিস, অস্বাভাবিক লিপিড লেভেল বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের সঙ্গে সম্পর্কিত। 


বিশেষজ্ঞরা বলেন, গ্রেড–২ ফ্যাটি লিভারে লিভারে উল্লেখযোগ্য পরিমাণে চর্বি জমে। দীর্ঘদিন ফ্যাট জমে থাকলে এক বা দুই দশকের মধ্যে সিরোসিস বা লিভার ফেলিওরের ঝুঁকি তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও