You have reached your daily news limit

Please log in to continue


মেয়ের বাবা হলেন অপূর্ব

কন্যা সন্তানের বাবা হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

শুক্রবার দুপুরে ফেইসবুকে পোস্ট দিয়ে মেয়ে হওয়ার খবরটি জানিয়েছেন তিনি।

মেয়ের নাম রেখেছেন আনায়া।

অপূর্ব লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তান এসেছে পৃথিবীতে।

“এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।”

অপূর্ব আরো লিখেছেন, “দয়া করে আমাদের ছোট্ট রাজকন্যাকে আপনার প্রার্থনায় রাখুন। আমাদের জন্য অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।”

যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে অপূর্ব বিয়ে করেন ২০২১ সালে। অপূর্ব ও শাম্মার বিয়ের চারবছর পর তাদের সংসারে কন্যা সন্তান এল।

এর আগে নাজিয়া হাসান অদিতিকে অপূর্ব বিয়ে করেছিলেন ২০১১ সালে। অদিতির সঙ্গে অপূর্বর বিচ্ছেদ হয় ২০২০ সালে। তাদের সংসারে আয়াশ নামে এক ছেলে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন