মেডিকেল ভর্তিযুদ্ধ : পরীক্ষায় বসেছেন ১২২৬৩২ শিক্ষার্থী, আসনপ্রতি লড়ছেন ৯ জন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪০
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়।
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা ছিল। এরপর কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যায়।
এর আগে, মেডিকেল ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্যে কেন্দ্রে ঢুকছেন। বাইরে অভিভাবকরা পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের জন্যে এগিয়ে দিচ্ছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মেডিকেল ভর্তি পরীক্ষা