জাপানে চার দিনের মধ্যে আবার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
প্রথম আলো
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আজ শুক্রবার ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের আবহাওয়া অধিদপ্তর এ সুনামি সতর্কতা জারি করে বলেছে, ১ মিটার (৩৯ ইঞ্চি) উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।
এর আগে গত সোমবার রাতে একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। আজ স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে (০২৪৪ জিএমটি) আওমোরি উপকূলের কাছে নতুন ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার (১২ মাইল) গভীরে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিকম্প