৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ: ফায়ার সার্ভিস

ডেইলি স্টার তানোর প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ২১:৪৫

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় ৪০ ফুট গভীরে শিশুটিকে খুঁজে পান তারা।


ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।


ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে টেলিফোনে ডেইলি স্টারকে বলেন, রাত ৯টা ৫ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।


তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করেছে। তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির অবস্থা জানা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও