পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক বাড়ি তৈরির অনুমোদন দিলো ইসরায়েল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৯
গাজা উপত্যায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই অবরুদ্ধ ফিলিস্তিনের আরেকটি অংশ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। বুধবার (১০ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেনের বরাতে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভা’ত জে’এভ এলাকায় ৫৬টি, সব মিলিয়ে ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ইস্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুদ্ধবিরতি