বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অবসর নিতে চাই: সাকিব

bangla.thedailystar.net প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২২

অবসরের পরিকল্পনা গত বছর ঘোষণা দিয়ে জানিয়েছিলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ছেড়ে দিয়ে টেস্ট আর ওয়ানডে থেকে কবে বিদায় নিবেন জানিয়ে দিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে সেটা আর বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার জানালেন, এখনো কোন সংস্করণ থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি। দেশে ফিরে সব সংস্করণে একটা অন্তত সিরিজ খেলে সেই আনুষ্ঠানিকতা সারতে চান।


সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে আইএল টি-টোয়েন্টি খেলা সাকিব 'বিয়ার্ড বিফোর উইকেট' পডকাস্টে বলেন, 'আনুষ্ঠানিকভাবে আমি অবসর নেইনি।'


রোববার প্রকাশিত হওয়া পডকাস্টে তিনি বলনে,  'আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে যাওয়া, একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা—ওডিআই, টেস্ট এবং টি-টোয়েন্টি—তারপর অবসর নেওয়া। এটাই আমার পরিকল্পনা।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও