কক্সবাজার সৈকতে ‘প্লাস্টিকের দৈত্য’
সাগরে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে কক্সবাজার সৈকতে তৈরি করা হয়েছে এক ভাস্কর্য। জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য দিয়ে একদল স্বেচ্ছাসেবী এই ভাস্কর্য তৈরি করেছে।
সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রদর্শন করা হচ্ছে ভাস্কর্যটি। প্রথম দর্শনে পর্যটকদের মনে ভয় ধরিয়ে দিলেও কাছে যেতেই তা কেটে যাবে। তারা জানতে পারবেন প্লাস্টিক দূষণে প্রাণ-প্রকৃতির ক্ষতির মাত্রা।
বুধবার সন্ধ্যা ৬টায় এই ভাস্কর্যের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম ও বিদ্যানন্দের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিনসহ আরও অনেকে।
আয়োজকেরা জানান, পর্যটকদের অনেকে সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে প্লাস্টিক বর্জ্য ফেলেন। এতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ এবং হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানবজীবন। দূষণ রোধে ও সচেতনতা তৈরিতে ভিন্নধর্মী এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, জেলা প্রশাসন সবসময়ই এমন উদ্যোগের সঙ্গে থাকবে। আশা করছি এই প্রদর্শনীর মাধ্যমে মানুষ প্লাস্টিক ব্যবহারে আরও সতর্ক হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দৈত্য
- প্লাস্টিক দূষণ