পৃষ্ঠপোষকতার রাজনীতি ও সুবিধাভোগী শ্রেণী তৈরি নয় অর্থনীতির গণতান্ত্রিকীকরণ বিএনপির অঙ্গীকার

bonikbarta.com আমির খসরু মাহমুদ চৌধুরী প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:২৬

অর্থনীতির গণতান্ত্রিকীকরণের আলোচনায় আসার একটি বিশেষ প্রেক্ষাপট আছে। দেশে পৃষ্ঠপোষকতার রাজনীতি এবং সুবিধাভোগী অর্থনীতি গড়ে ওঠার কারণে এগুলোর সুফল জনগণের কাছে পৌঁছায়নি। দেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল একটি বিশেষ গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছে। এ প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপি অর্থনীতির গণতান্ত্রিকীকরণের কথা বলছে। রাজনীতি গণতন্ত্রায়ণের মতো অর্থনীতিকেও গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। কেননা কেবল রাজনীতির গণতন্ত্রায়ণের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব নয়।


বাংলাদেশের অর্থনীতিতে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ থাকতে হবে। সেটি নিশ্চিত করতে বিগত অর্থনীতির ধারা থেকে বের হয়ে আসা এবং একটি নতুন অর্থনৈতিক মডেল তৈরি করা প্রয়োজন। উদাহরণ হিসেবে বলি, বাংলাদেশের গ্রামাঞ্চলে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে কর্মরত অসংখ্য মানুষ রয়েছে। যুগ যুগ ধরে তারা এসব কাজের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু তাদের পণ্যের মানোন্নয়ন হয়নি। এমনকি তাদের জীবনযাত্রার মানও সেভাবে বাড়েনি। তাই আমাদের এমন অর্থনীতির মডেল তৈরি করা প্রয়োজন যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যাবে এবং যার সুফল সবাই পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও