খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল

যুগান্তর প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসা নিচ্ছেন। 


সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মির্জা ফখরুল।


বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রকাশিত খবর সঠিক নয় উল্লেখ করে বিএনপি মহাসচি বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। এ নিয়ে কারও বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। 


তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়ার আহ্বান জানান।


এদিকে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত তথ্যের জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও