সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: ফখরুল
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
পূর্ববর্তী বক্তার কথার জের ধরে ফখরুল বলেন, 'সাংবাদিকদের নিজস্ব যে দাবি-দাওয়া, তাদের নিজস্ব যে কাজ এবং ইউনিয়নের মূল যে কাজটা—তাদের দাবি-দাওয়া নিয়ে মালিকপক্ষ অথবা সরকারের সঙ্গে কাজ করা, সেটাতেই বোধ হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। আপনারা যদি কেউ বিরোধী দলই বলেন বা সরকার দল বলেন, তাহলে সেটা কোনো দিনই হয় না।'
তিনি বলেন, 'গত ১৫ বছরে ফ্যাসিবাদ, অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করব আপনাদেরকে, (সাংবাদিক) নেতাদেরকে সেই জায়গা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন।'
বিএনপি মহাসচিব বলেন, 'এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছি, আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হবো। আমরা সবাই এটা চাই। একইসঙ্গে আমাদের মনে রাখতে হবে যে, আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মতপ্রকাশের স্বাধীনতা সেটাকেও আমাদের একইসঙ্গে মূল্য দিতে হবে।'