You have reached your daily news limit

Please log in to continue


গিনি-বিসাউয়ের ক্ষমতা নিল সেনারা, প্রেসিডেন্ট আটক

প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের নিয়ন্ত্রণভার নেওয়ার কথা জানিয়েছে দেশটির একদল সামরিক কর্মকর্তা।

রাজধানী বিসাউয়ে গুলির শব্দ শোনা যাওয়ার পর দেশটির সরকারের একাধিক সূত্র এমবালোকে আটকের কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

ওই সামরিক কর্মকর্তারা এরপর রাষ্ট্রীয় টিভিতে হাজির হয়ে বলেন, তারা নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করেছে। পশ্চিম আফ্রিকার এ দেশটিতে রোববারই প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল।

নাগরিকরা ফল জানার জন্য যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তখনই এ অভ্যুত্থানের খবর এল।

ক্ষমতার দখল নেওয়া সামরিক কর্মকর্তারা বলছেন, দেশকে অস্থিতিশীল করতে ‘এক সুপরিচিত মাদক ব্যবসায়ীর সহায়তায়’ কিছু রাজনীতিকদের ছক নস্যাতে তাদেরকে এই ব্যবস্থা নিতে হয়েছে। ওই রাজনীতিকদের নাম বলেনি তারা।

সামরিক কর্মকর্তারা গিনি-বিসাউয়ের সীমান্ত বন্ধ এবং দেশজুড়ে রাতের বেলা কারফিউও জারি করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন