‘সব জায়গায় অধিনায়কের মতামত নিলে তো নির্বাচকদের দরকার হয় না’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:০৪

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দলে জায়গা পাননি শামীম পাটোয়ারী। টাইগার এই ব্যাটারের বাদ পড়ার বিষয়টি অধিনায়ক লিটন দাসকে আগে অবহিত করেননি বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে আজ বুধবার এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন বাংলাদেশ অধিনায়ক। 


ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'এটা আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। আমি এতদিন জানতাম যে, একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, এটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ঢুকবে বা কোন প্লেয়ারটা বের হবে।'


'আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার। যার জন্য ন্যাশনাল টিমে আসে। যেই ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। কিন্তু আমি শামীমের বাদ হওয়ার পিছনে কোনো কারণ আমি দেখি না। আর আমি কখনও... আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।'


সিরিজ শুরুর আগমুহূর্তে লিটনের এমন বিস্ফোরক মন্তব্যের পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা পোস্টকে তিনি বলেন, 'ঢাকা টেস্টের চতুর্থ দিনে আমরা বসেছিলাম কিছু সময়ের জন্য। তো আমাদেরকে লিটন বলেছিল যে সে শামীমকে দলে চায়। এটা সত্য যে শামীমকে লিটন দলে চেয়েছিল। অবশ্য কোচ দলের ব্যাটিং নিয়ে অসন্তোষ ছিল না।'


আরও যোগ করেন, 'আমরা প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছি। আমাদের দল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ক্রিকেট বোর্ড (স্কোয়াড) এটা চূড়ান্ত অনুমোদন দেয়। সব জায়গায় যদি অধিনায়কের মতামত নিয়েই দল হয় তাহলে তো সিলেকশন কমিটির আর দরকার হয় না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও