ক্যান্সার রক্ষা করতে পারে পাকা চুল, জেনে নিন কিভাবে
যুগান্তর
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:১১
চুল পাকা মানেই বার্ধক্য কিংবা স্ট্রেসের ছাপ। চুল পাকা মানে হয়তো আয়নার প্রতিবিম্বের একটু পরিবর্তন, কিন্তু শরীরের ভেতরে এটি এক স্মার্ট সারভাইভাল সিগন্যাল। আমাদের অনেকেরই ধারণা— বয়স কথা বলছে। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্নকথা।
সাম্প্রতিক এক গবেষণা বলছে, বিষয়টি আসলে আরও গভীর। আপনার পাকা চুল হতে পারে আপনাকে ক্যানসার থেকে রক্ষা করার একটি হাতিয়ার! চুলের রং আসে মেলানোসাইট নামের এক বিশেষ কোষ থেকে। আর সেই কোষগুলো চুলে পিগমেন্ট তৈরি করে। কিন্তু বয়স, মানসিক চাপ কিংবা ডিএনএর ক্ষতির কারণে যখন কোষগুলো বিপদে পড়ে, তখন তারা বিভাজন বন্ধ করে অবসর নেয়।