পচা-দুর্গন্ধময় রাজনীতি বাংলাদেশে আর চলবে না : জাহিদুল ইসলাম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ২৩:০৩

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবির সবসময় লেজুড়বৃত্তির রাজনীতির বিপক্ষে। ইসলাম ও রাষ্ট্রের স্বার্থে যারা কাজ করবে, শিবির তাদের সহযোগিতা করবে, কিন্তু কখনো লেজুড়বৃত্তি করবে না। পচা-দুর্গন্ধময় রাজনীতি বাংলাদেশে আর চলবে না, আবু সাঈদের উত্তরসূরিরা চলতে দেবে না। এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না। এখন আর জোর করে মিছিলে নিয়ে যাওয়ার কথা বলারও সাহস কেউ পাবে না। ৫ আগস্টে এর কবর রচনা হয়ে গেছে।


শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ৩৪ বছর পর  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে বাকৃবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি শাখা ছাত্রশিবির। সেখানে অংশগ্রহণ করেন সহস্রাধিক নবীন শিক্ষার্থী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও