‘ওভারথিঙ্কার’দের সঙ্গে ডেট করার এত সুবিধা

প্রথম আলো প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:০৭

‘ওভারথিঙ্কিং’ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে গিয়েও কেউ কেউ অতিচিন্তিত হয়ে পড়েন। তবে ওভারথিঙ্কার হওয়া মানেই যে খারাপ, তা কিন্তু নয়। বরং এর আছে বেশ কিছু ইতিবাচক দিক। সমীক্ষা জানাচ্ছে, সঙ্গী হিসেবে ওভারথিঙ্কাররা অতুলনীয়। তাঁরা সাধারণত শক্তিশালী ও গভীর আবেগের অধিকারী। বিশ্লেষণধর্মী, অত্যন্ত সহানুভূতিশীল ও সমস্যা সমাধানে দক্ষ। চলুন, চট করে জেনে নেওয়া যাক, ওভারথিঙ্কারদের সঙ্গে ডেট করার কিছু সুবিধা।


১. দারুণ বোঝাপড়া


ওভারথিঙ্কাররা কোনো কিছু বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখেন, আবেগ বিশ্লেষণ ও কল্পনায় প্রচুর সময় ব্যয় করেন। যেকোনো পরিস্থিতিতে নিজেকে কল্পনা করেন তাঁরা। তাই তাঁরা সাধারণত অত্যন্ত সহানুভূতিশীল হন। তাঁরা ভালো শ্রোতা, অন্যের চাপ বুঝতে পারেন এবং ইমোশনাল সাপোর্ট দেওয়ার বেলায় দারুণ। এসব কারণে এ রকম ব্যক্তির সঙ্গে আপনার বোঝাপড়াও দারুণ জমার সম্ভাবনা বেশি।


২. আগাম প্রস্তুতি থাকে


বিভিন্ন সম্ভাবনা ভেবে দেখা ওভারথিঙ্কারদের অভ্যাস। ফলে কোনো বেকায়দা অবস্থায় পড়ার আগেই সে অবস্থা কীভাবে কাটিয়ে ওঠা যায়, সবচেয়ে সুন্দরভাবে সামাল দেওয়া যাবে, সেসব ভাবনা তাঁরা আগেই ভেবে রাখেন। আর সেই প্রস্তুতিও তাঁদের থাকে। এ কারণেই ওভারথিঙ্কাররা সাধারণত সমস্যা সমাধানে অসাধারণ।


৩. সারপ্রাইজ


ওভারথিঙ্কাররা সাধারণত খুঁটিনাটি পরিকল্পনা করেন। সারপ্রাইজ দেওয়া তাঁদের খুবই পছন্দের কাজ। আপনি কিসে সবচেয়ে বেশি খুশি হবেন, প্রতিনিয়ত তাঁদের ভাবনায় সেটি থাকে। জন্মদিন বা আপনার পছন্দ (যেমন আপনি কেমন কফি পছন্দ করেন, কী রঙের শাড়ি বা শার্ট বেশি পরেন) মনে রাখেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও