যুবদল নেতা কিবরিয়া হত্যায় আরও দুই ভাড়াটে খুনি গ্রেপ্তার: র্যাব
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৩:৩৪
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার দু’জন হলেন— সোহেল ওরফে পাত্তা সোহেল ওরফে মনির হোসেন (৩০) ও সুজন ওরফে মুখপোড়া সুজন।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকার সাভারের বিরুলিয়া ও গাজীপুরের টঙ্গী মাজার রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে র্যাব-৪-এর সূত্রে এ তথ্য জানা যায়।
র্যাব-৪ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল ওরফে পাত্তা সোহেল ওরফে মনির হোসেনকে (৩০) ঢাকার সাভারের বিরুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একইদিন রাতে গাজীপুরের টঙ্গী মাজার রোড এলাকা থেকে সুজন ওরফে মুখপোড়া সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনই ভাড়াটে খুনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- যুবদল নেতা হত্যা