কোক স্টুডিও বাংলায় রুনা লায়লার কালজয়ী গান
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তার দীর্ঘ ৬০ বছরের গৌরবময় সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, উর্দু ও ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় গান উপহার দিয়েছেন। তার কালজয়ী গানগুলোর মধ্যে অন্যতম ‘দমা দম মাস্ত কালান্দার’। অবশেষে জানা গেল, এই গানটি নতুন সংগীতায়োজনে আসছে কোক স্টুডিও বাংলায়। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।
কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন ঘোষণার পর থেকেই গুঞ্জন ছিল—এই মৌসুমে গান গাইবেন রুনা লায়লা। যদিও কোক স্টুডিও কর্তৃপক্ষ শুরু থেকেই এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিল। গত বছর শিল্পী নিজেই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও গানটি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ নভেম্বর গানটির টিজার প্রকাশ করা হয় এবং জানানো হয় বুধবার সন্ধ্যায় পুরো গানটি আসছে।
- ট্যাগ:
- বিনোদন
- কোক স্টুডিও
- রুনা লায়লা