You have reached your daily news limit

Please log in to continue


যুব বেকারত্ব ও প্রশিক্ষণহীনতা: জাতীয় উদ্বেগের নতুন মাত্রা

বর্তমানে বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে চললেও, ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে যারা কোনো প্রকার শিক্ষা (Education), কর্মসংস্থান (Employment) বা প্রশিক্ষণের (Training) বাইরে। এদের ইংরেজিতে বলা হয় NEET (Not in Employment, Education, or Training)। এই বিপুল সংখ্যক তারুণ্যের নিষ্ক্রিয়তা দেশের ভবিষ্যতের জন্য এক গভীর সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (UN-ESCAP) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ২০ শতাংশেরও বেশি তরুণ এই NEET শ্রেণিতে রয়েছে। শ্রমশক্তি জরিপ (Labour Force Survey - LFS) অনুযায়ী, সামগ্রিক বেকারত্বের হার কম হলেও শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্বের হার অত্যন্ত বেশি, যা প্রায় দ্বিগুণেরও বেশি। গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার এখনও উদ্বেগজনক পর্যায়ে, যা এই সংকটের গভীরতা তুলে ধরে। এই বিপুল সংখ্যক কর্মক্ষম তরুণদের নিষ্ক্রিয় থাকার কারণে নিম্নলিখিত সামাজিক প্রভাবগুলো দেখা যাচ্ছে: শিক্ষা ও কাজের সুযোগ না পাওয়ায় এই তরুণদের মধ্যে হতাশা, বিষণ্ণতা এবং সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন