সময় বাঁচিয়ে সাজগোজ
ব্যস্ত জীবনে সকালে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করার সময় যেন ক্রমেই কমে আসছে। অফিস, অনলাইন মিটিং কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা— সব জায়গায় নিজেকে পরিপাটি রাখার ইচ্ছা থাকলেও সময়ের অভাব-ই সবচেয়ে বড় বাধা।
তাই আজকের সৌন্দর্যচর্চায় গুরুত্ব পাচ্ছে এমন সব উপকরণ, যা একসঙ্গে একাধিক কাজে লাগে, সময় বাঁচায় এবং যত্নে আনে পেশাদার ছোঁয়া।
রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি বলেন “বর্তমানের সৌন্দর্যধারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম সময়ে সর্বোচ্চ ফল। আর আধুনিক সময়ে ত্বকের যত্ন ও মেইকআপ— দুই ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। অর্থাৎ সময় বাঁচিয়ে কার্যকরভাবে সাজগোজ সম্পন্ন করা এখন অনেকটা শিল্প। বিভিন্ন সরঞ্জাম বহুমুখী কাজে ব্যবহার করা যায়।"
বহুমুখী মেইকআপ প্রয়োগ ‘পাফ’
অনেকেই আলাদা আলাদা ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করেন। তবে আধুনিক এক ধরনের পাফ আছে যা একই সঙ্গে তরল ও গুঁড়া দুই ধরনের প্রসাধনী প্রয়োগে সক্ষম।
এক পাশে ব্যবহার করা যায় তরল মিশ্রণ যেমন- ফাউন্ডেশন বা কনসিলার, আর অন্য পাশে গুঁড়া-ধর্মী উপকরণ. যেমন- সেটিংস পাউডার। এটি সময় ও জায়গা দুটোই বাঁচায়।
ত্বক ঠাণ্ডা রাখার রোলার
এই বিশেষ রোলারটি ঠাণ্ডা পদ্ধতিতে ত্বকের ফোলাভাব কমায়, রক্তসঞ্চালন বাড়ায় এবং ছিদ্র সংকুচিত করে।
রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি বলেন, “এই রোলার নিয়মিত ব্যবহার করলে মুখের পেশি টানটান থাকে এবং ত্বকে উজ্জ্বলতা আসে।”
চুল সাজানোর ক্লিপ
মেইকআপের সময় বা মুখ ধোয়ার আগে চুল মুখে এসে বাধা সৃষ্টি করে। এজন্য বিশেষ ধরনের ক্লিপ ব্যবহার করলে মুখের ওপর এসে পড়ে না চুল। আবার কোনো দাগ বা ভাঁজ ফেলে না। এটি চুলের সাজ অক্ষুণ্ণ রাখে এবং কাজের সময়ও স্বস্তি দেয়।
হাতে মুক্ত তোয়ালে
বিশেষভাবে নকশা করা মাইক্রোফাইবার তোয়ালে চুলের আর্দ্রতা ধরে রেখে জট-ভাব কমায়। বোতাম ও লুপের মাধ্যমে এটি মাথায় স্থির থাকে, ফলে হাত ফাঁকা রেখে একাধিক কাজ একসঙ্গে করা যায়।
চুল সাজানোর সেট
চুল ধোয়া না থাকলে বা দ্রুত বাইরে যেতে হলে এই ধরনের সেট বেশ কার্যকর। এতে এমন উপাদান থাকে যা চুলকে চকচকে, পরিপাটি এবং সুশৃঙ্খল রাখে।
এই সেটে থাকা উপাদান ব্যবহারে চুলে আলাদা উজ্জ্বলতা আসে, কিন্তু ধোয়ার ঝামেলা লাগে না।
- ট্যাগ:
- লাইফ
- সময় বাঁচানো
- সাজগোজের টিপস