কালিজিরায় নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ, জানুন রহস্য

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪৭

বর্তমান সময়ে উচ্চ রক্তচাপ এমন এক নীরব রোগ, যা প্রায় প্রতিটি ঘরে দেখা যায়। এটি একবার বেড়ে গেলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি ডেকে আনতে পারে। তাই জীবনযাপন ও খাদ্যাভ্যাসে সচেতনতা অপরিহার্য। সঠিক খাবার বেছে নিতে পারলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়। এমনই একটি উপকারী খাবার হলো কালিজিরা। ছোট্ট এই বীজের ভেতরে লুকিয়ে আছে অসাধারণ চিকিৎসাগুণ। নিয়মিত অল্প পরিমাণে কালোজিরা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। চলুন জেনে নেওয়া যাক এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা-


রক্তনালী শিথিল করে রক্তপ্রবাহ সহজ করে
কালিজিরার অন্যতম কার্যকর উপাদান থাইমোকুইনোন, যা রক্তনালীর দেয়ালের মসৃণ পেশীকে শিথিল করে। এই প্রক্রিয়াটি ‘ভাসোডিলেশন’ নামে পরিচিত, যা রক্তনালীকে প্রশস্ত করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে। ফলে হৃদপিণ্ডের ওপর চাপ কমে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।


প্রদাহ কমায় ও রক্তনালীকে সুরক্ষা দেয়
দীর্ঘস্থায়ী প্রদাহ অনেক সময় রক্তনালীর ভেতরের আস্তরণকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে রক্তচাপ বেড়ে যায়। কালিজিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন থাইমোকুইনোন ও নাইজেলোন শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল দূর করে প্রদাহ কমাতে সাহায্য করে। এতে রক্তনালীর নমনীয়তা ও স্বাভাবিক কার্যকারিতা ফিরে আসে, যা ধীরে ধীরে রক্তচাপ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে।


প্রাকৃতিকভাবে শরীর থেকে অতিরিক্ত লবণ-পানি বের করে দেয়
কালিজিরার রয়েছে মৃদু মূত্রবর্ধক গুণ। এটি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত লবণ ও পানি বের করতে সাহায্য করে। ফলে শরীরে ফোলাভাব বা তরল ধারণ কমে এবং রক্তপ্রবাহের পরিমাণ ভারসাম্যপূর্ণ থাকে। পাশাপাশি এটি পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান রক্ষা করে, যা হৃদযন্ত্র ও পেশীর সঠিক কার্যকারিতায় সহায়তা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও