জিনবিদ্যায় অগ্রপথিক ছিলেন জেমস ওয়াটসন

বণিক বার্তা ড. তোফাজ্জল ইসলাম প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৩৬

আধুনিক জীববিজ্ঞানের এক কিংবদন্তি ব্যক্তিত্ব ড. জেমস ডিউই ওয়াটসন। ১৯৫৩ সালে ফ্রান্সিস ক্রিকের সঙ্গে যৌথভাবে ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কার করে তিনি বিজ্ঞানের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। এ যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তিনি, ফ্রান্সিস ক্রিক ও মরিস উইলকিন্স ১৯৬২ সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন। তার কাজটি এতটাই মৌলিক ছিল যে এটিকে জীববিজ্ঞানের আধুনিক যুগের সূচনা বলে বর্ণনা করা হয়। তিনি ১৯২৮ সালের ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন এবং ৯৭ বছর বয়সে ২০২৫ সালের ৬ নভেম্বর নিউইয়র্কের ইস্ট নর্থপোর্টে মারা যান। আজ বিজ্ঞান জগৎ ড. জেমস ডি ওয়াটসনকে বিদায় জানাচ্ছে। তিনি ছিলেন ডিএনএ ডাবল হেলিক্স কাঠামোর আবিষ্কারের পেছনের অন্যতম অগ্রণী মন, যা জীববিজ্ঞান ও চিকিৎসার গতিপথ চিরতরে বদলে দিয়েছে।


কিন্তু ওয়াটসনের দীর্ঘ ৯৭ বছরের প্রভাবশালী জীবন শুধু বৈজ্ঞানিক সাফল্যের দ্যুতিতেই সীমাবদ্ধ ছিল না। তার বিতর্কিত মন্তব্য ও নৈতিক অবস্থান তার অসাধারণ উত্তরাধিকারকে বারবার প্রশ্নের মুখে ফেলেছে। তবু জেমস ওয়াটসন বা ‘‌জিম’ শতাব্দীর একজন অত্যন্ত প্রভাবশালী ও শ্রেষ্ঠতম বিজ্ঞানী। মানবসভ্যতার বিকাশ এবং অনাগত বিজ্ঞানেও তার প্রভাব অনেক আলোচিত ও সমালোচিত হবে। এ মহান বিজ্ঞানীর কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ প্রবন্ধে বিজ্ঞানে জেমস ওয়াটসনের গৌরবময় অবদান এবং তার কিছু বিতর্কিত বক্তব্য ও নৈতিক অবস্থান নিয়ে আলোকপাত করব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও