ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে ‘সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড’ বিল অনুমোদন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ২৩:০০
‘সন্ত্রাসীদেরকে’ মৃত্যুদণ্ড দেওয়ার বিধান চালুর পথে হাঁটছে ইসরায়েল। এ সংক্রান্ত বিল ইসরায়েলের পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হওয়ার প্রথম ধাপেই (ফার্স্ট রিডিং) অনুমোদন পেয়েছে।
সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বিলটি উত্থাপন করেন কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। ১২০ সদস্যের নেসেটে বিলের পক্ষে ৩৯ ভোট এবং বিপক্ষে ১৬ ভোট পড়ায় প্রথম পাঠে বিলটি পাস হয়েছে।
এর ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সমর্থন এ উদ্যোগের পক্ষে রয়েছে বলেই ইঙ্গিত মিলেছে। তবে বিলটি আইনে পরিণত হতে হলে দ্বিতীয় ও তৃতীয় পাঠেও এটি পাস হতে হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মৃত্যুদণ্ড