নারীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মেনোপজ। এটি নারীর স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলবে সেটি মূলত নির্ভর করে স্বাস্থ্যের অবস্থা, শারীরিক ও প্রজনন ইতিহাস, জীবনযাপন পদ্ধতি এবং পরিবেশগত উপাদানের ওপর। প্রি-মেনোপজ এবং পোস্টমেনোপজের লক্ষণগুলো ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে। মেনোপজের সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলো নারীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্যে প্রভাব ফেলে।
বিশ্বব্যাপী পোস্টমেনোপজাল নারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ২০২১ সালে ৫০ বছরের ওপরে নারীর সংখ্যা ছিল ২৬ শতাংশ। ২০১১ সালে তা ছিল ২২ শতাংশ। নারীদের আয়ুষ্কালও বেড়েছে। স্বাস্থ্যনীতি, চিকিৎসা ও সামাজিক সহায়তা ব্যবস্থাগুলোকে এখন এ বৃদ্ধিমান পোস্টমেনোপজাল নারীদের চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে।