অনিয়মিত পিরিয়ড থাকলে যা করবেন
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:১০
প্রতি মাসে মেয়েদের জরায়ু থেকে রক্তক্ষরণ হয়। যা স্বাভাবিক পিরিয়ড হিসেবে ধরা হয়। সাধারণত ২৮ দিন পরপর পিরিয়ড হয়। তবে ৭ দিন আগে অর্থাৎ ২১ দিন অথবা ৭ দিন পর অর্থাৎ ৩৫ দিন পর পিরিয়ড হলে তা স্বাভাবিক হিসেবে ধরা হয়। সাধারণত পিরিয়ড ৩ থেকে ৭ দিন স্থায়ী হয় এবং এ সময় তলপেটে হালকা ব্যথা অনুভব হতে পারে। খাবারের রুচি কমে যাওয়া। মাথাব্যথা হতে পারে।
অনিয়মিত পিরিয়ড : পিরিয়ড যখন ৩৫ দিনের বেশি সময় পরে হয় অথবা ২১ দিনের পূর্বে হয়ে থাকে। পিরিয়ড শুরু হওয়ার পরে প্রথম ১-২ বছর এবং মেনোপজের আগের ১-২ বছর পিরিয়ড অনিয়মিত হতে পারে, এ ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত। এ ছাড়া কোনো কোনো সময় দুই পিরিয়ডের মধ্যবর্তী সময়ে রক্ত যেতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে স্বামী-স্ত্রী সহবাসের পরেও রক্ত যেতে পারে। এটা পিরিয়ড নয়। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- পিরিয়ড
- পিরিয়ডে খাবার