বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো ও পেনশন সমাচার
দেশের শিক্ষা ব্যবস্থায় মূলত চারটি ধাপ রয়েছে—প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ পর্যায়ের শিক্ষা। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ দুটি হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। অন্যদিকে রয়েছে সর্বোচ্চ ধাপ উচ্চশিক্ষা। সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলোই হচ্ছে উচ্চশিক্ষার চারণ ভূমি। এখানকার শিক্ষকরা সেই শিক্ষা ব্যবস্থার কাণ্ডারি। বিশ্ববিদ্যালয় মূলত উচ্চতর শিক্ষা এবং গবেষণার একটি প্রতিষ্ঠান, যেখানে জ্ঞানের বিভিন্ন শাখায় একাডেমিক ডিগ্রি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া অনেকটাই অনুশীলন, অধ্যবসায় ও উদ্ভাবননির্ভর। শিক্ষকদেরও পেশাগত কাজ প্রধানত দুটি—শিক্ষাদান ও গবেষণা। যদিও এর বাইরে প্রশাসনিক ব্যবস্থাপনাসহ আরো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব শিক্ষকদের পালন করতে হয়। বিশ্ববিদ্যালয় অঙ্গনের শিক্ষা ও পাঠ্যক্রম পরিচালনা স্কুল-কলেজের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা পরিচালনার মতো নয়। এখানে বিভাগীয় শিক্ষকরা একটি নির্দিষ্ট মেয়াদ পর পর কোর্স কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে অনেকটাই যুগোপযোগী করে নেন, যা বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষা ও গবেষণার কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম একাডেমিক কাউন্সিল কর্তৃক অনুমোদনের মাধ্যমে বৈধতা পায়।
- ট্যাগ:
- মতামত
- বেতন কাঠামো
- পেনশন