বাংলাদেশের সংগীতাঙ্গনের নন্দিত কণ্ঠশিল্পী মনির খান। দেশের শহরে, গ্রামেগঞ্জে ও বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে। এখনো তারা মনির খানের নতুন গানের অপেক্ষায় থাকেন। মনির খানের জীবনে গীতিকার সুরকার সংগীত পরিচালক মিল্টন খন্দকারের অনেক ভূমিকা রয়েছে। আর মনির খান তা অনায়াসে স্বীকার করেন এখনো প্রতি মুহূর্তে। আবারও মিল্টন খন্দকারের কথা ও সুরে মনির খান বিরহের একটি গান গেয়েছেন।
গানের শিরোনাম ‘চোখ ভরে কাঁদব’। গানটি এরই মধ্যে ‘এমকে মিউজিক টুয়েন্টফোরইউটিউব’ চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর অভূতপূর্ব সাড়া পাচ্ছেন মনির খান। কারণ দীর্ঘদিন পর মনির খানের কণ্ঠে এই ঘরানার গান প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর ইউটিউবে অনেক ভক্ত-দর্শক গানটি নিয়ে তাদের অভিমত প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন সেই আগের মনির খানকে তারা ফিরে পেয়েছেন এই গানের মধ্যে। ৬ মিনিট ১০ সেকেন্ডের এই গানটি নিয়ে ভীষণ প্রত্যাশা ছিল মনির খানের।