কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তারকাদের কথা

ইত্তেফাক প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২১, ০৭:২৪

আমার এত বছরের ক্যারিয়ারে এমন প্যান্ডামিক আগে কখনো আসেনি। অনেকেই কাজে ফিরতে নিরুত্সাহিত করছিলেন। কিন্তু দেখলাম, আমার কারণে অনেকের উপার্জন বন্ধ হয়ে আছে। ২০ কোটি মানুষের দেশের এই ইন্ডাস্ট্রি যেহেতু আমার কাঁধে, তাই আমাকেই দায়িত্ববোধের জায়গা থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার বিশ্বাস, অন্যরাও সাহস করে ভালো ভালো সিনেমা নিয়ে আবার কাজে ফিরবে। আর আমি মোটেও অর্ধেক সিনেমা মুক্তি দেওয়া সমর্থন করি না। এর ফলে মানুষ দেশের ওটিটি থেকে যে একবার মুখ ফিরিয়ে নিল তা পরে ফেরানো মুশকিল হয়ে যাবে। তারা ভিনদেশি ওটিটির দিকে ঝুঁকে যাবে।

চিত্রনায়ক শাকিব খান: স্টুডিওতে যাওয়ার পর রোজ যে ছেলেটা মাইক্রোফোন সেট করে দিতো, যে ছেলেটাকে বললেই চা-পুরি দৌড়ে এনে দিতো, যে ছেলেটা সারারাত ভ্যান নিয়ে ঘুরে ঘুরে গোটা শহরে পোস্টার লাগাতো, যে ছেলেটা আমার ক্যাসেট ও পোস্টারগুলো গোটা দেশে পৌঁছানোর চেষ্টা করতো, আমি এই মানুষগুলোকে আসলে এক করতে চেয়েছি। ওদের প্রতি মাথানত করে কৃতজ্ঞতা জানাতে চাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও